শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে আটক

6142972688906438882_121

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে সরকারি অর্থে ব্যক্তিগত সফরের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) সিআইডি সদরদপ্তরে জবানবন্দি দিতে গেলে তাকে আটক করা হয়। অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের সেপ্টেম্বরে কিউবার জি৭৭ সম্মেলন থেকে ফেরার পথে স্ত্রী মৈত্রীর বিশ্ববিদ্যালয় সংবর্ধনায় যোগ দিতে সরকারি অর্থে লন্ডন সফর করেন তিনি। ওই সফরে সরকারি নিরাপত্তা প্রটোকলও নেন রনিল।

বিবিসির খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট থাকাকালে তিনি মোট ২৩ বার বিদেশ সফর করেছেন, খরচ হয়েছে ৬০০ মিলিয়ন রুপি। ২০২২ সালে গণঅভ্যুত্থানের পর গোতাবায়া রাজাপাকসের স্থলাভিষিক্ত হন রনিল, তবে ২০২৪ সালের নির্বাচনে পরাজিত হয়ে ক্ষমতা হারান।

Follow Us