প্রথম সাত মাসে সীমান্তে ২২ বাংলাদেশি নাগরিককে হত্যা বিএসএফের। আহত অন্তত ৩২ জন। প্রতিবারই ভারতের পক্ষ থেকে “ভুলবশত” বা “জরুরি পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য” গুলি ছোড়ার ব্যাখ্যা এলেও থেমে নেই এই হত্যাযজ্ঞ। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত গুলি করে মোট ৬০৭ জন বাংলাদেশিকে হত্যা করে সন্ত্রাসী বিএসএফ।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলেন, বাংলাদেশকে কূটনৈতিকভাবে স্পষ্ট এবং দৃঢ় প্রতিক্রিয়া দেখাতে হবে। প্রয়োজনে এই ইস্যু আন্তর্জাতিক আদালতে তোলা উচিত।
সন্ত্রাসী বিএসএফের সীমান্তে হত্যাকান্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তারা নিয়মিতভাবে টার্গের করে বাংলাদেশীকে হত্যা করছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত কূটনৈতিকভাবে স্পষ্ট এবং দৃঢ় প্রতিক্রিয়া দেখানো।