দিন দিন বাড়ছে রোহিঙ্গাদের ওপর সন্ত্রাসী আরাকান আর্মির নির্যাতন

6140944253161950682_121

রোহিঙ্গাদের উপর নানান কায়দায় একের পর এক শোষণ, নির্যাতন চালাচ্ছে সন্ত্রাসী আরাকান আর্মি। এবার তারা বুথিডং শহরে রোহিঙ্গা শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত স্কুল ফি আরোপ করেছে। অন্যদিকে রাখাইন বৌদ্ধ শিক্ষার্থীরা কোনো খরচ ছাড়াই পড়ালেখা করছে।

স্থানীয় এক রোহিঙ্গা জানান,
আরাকান আর্মির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি রোহিঙ্গা পরিবারকে তাদের সন্তানদের স্কুলে পাঠাতে হলে প্রতি মাসে ১০,০০০ মিয়ানমার কিয়াত (প্রায় ২.৫ মার্কিন ডলার) ফি দিতে হবে। প্রায় এক বছর ধরে সংঘাতের কারণে বন্ধ থাকার পর জুনের শেষ দিকে এই স্কুলগুলো পুনরায় খোলা হয়। রোহিঙ্গা শিক্ষকরাই এসব স্কুল পরিচালনা করছেন। কিন্তু তারা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো বেতন পাচ্ছেন না।

৪৫ বছর বয়সী হামিদা নামে এক রোহিঙ্গা মা বলেন,
এই ফি দেওয়া তাদের পক্ষে অসম্ভব। আমার চারজন সন্তান আছে, কিন্তু আমার পক্ষে তো ঠিকমতো খাবারও জোটে না। কীভাবে আমি শুধু স্কুলের জন্য ৪০,০০০ কিয়াত দেবো? সন্ত্রাসী আরাকান আর্মি বুথিডাংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না। আমাদেরকে কর্মহীন করে রেখেছে।

সন্ত্রাসী আরাকান আর্মির শাসনে রোহিঙ্গারা চরম নিপীড়নের শিকার হচ্ছেন। বাড়িঘর লুট, উচ্ছেদ, গ্রামের বাইরে চলাচলে নিষেধাজ্ঞা, স্কুলে অতিরিক্ত ফি আদায়—এসব এখন নিত্যদিনের ঘটনা। এভাবে আর চলতে দেয়া যাবে না। এই মগসন্ত্রাসীদেরকে প্রতিহত করার এখনই উপযুক্ত সময়র

Follow Us