আরাকানের বুথিডং শহরের রোহিঙ্গা পরিবারগুলো অভিযোগ করেছে, ওই অঞ্চলে প্রভাব বিস্তারকারী বৌদ্ধ আরাকান সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি রোহিঙ্গা শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করছে।
আরাকান নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি রোহিঙ্গা পরিবারের কাছ থেকে মাসে ১০ হাজার কিয়াত স্কুল ফি নেওয়া হচ্ছে। অথচ রাখাইন বৌদ্ধ শিক্ষার্থীরা একেবারেই বিনা খরচে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় এক বছর বন্ধ থাকার পর গত জুনে বুথিডংয়ের স্কুলগুলো আবার চালু হয়। সেখানে রোহিঙ্গা ও রাখাইন উভয় সম্প্রদায়ের শিক্ষক পড়ান। তবে সরকার থেকে কোনো বেতন না পাওয়ায় ওই শিক্ষকরা এখন রোহিঙ্গাদের কাছ থেকে আদায় করা অর্থের মাধ্যমেই পারিশ্রমিক পাচ্ছেন।
বুথিডংয়ের বাসিন্দা হামিদা আরাকান নিউজ এজেন্সিকে বলেন, শিক্ষার জন্য যে টাকা দাবি করা হচ্ছে, সেটা আমাদের পক্ষে জোগাড় করা অসম্ভব। আমার চার সন্তান আছে। আমি তাদের খাবারই কোনো রকমে জোগাড় করতে পারি, সেখানে মাসে চল্লিশ হাজার কিয়াত কীভাবে দেব? তার ওপর আমরা স্বাধীনভাবে চলাফেরাও করতে পারি না। শহরে আরাকান সন্ত্রাসীদের দখল নেওয়ার পর থেকে কাজের সুযোগও পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
সূত্র: এএনএ